খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

INSTITUTE CODE: 50474 | EIIN NO: 139902

Electrical

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কী?

বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণের নকশা বানানো বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ তৈরি করা বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণের কার্যকারিতা পরীক্ষা করা বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ রক্ষণাবেক্ষণ করা ত্রুটিযুক্ত বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ মেরামত করা

প্রতিষ্ঠানভেদেও আপনার দায়িত্ব আলাদা হতে পারে। যেমন, বিদ্যুৎ উৎপাদন বিভাগে চাকরি করলে উচ্চক্ষমতার জেনারেটর নিয়ন্ত্রণ ও উৎপাদন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। আবার টেলিকম কোম্পানিতে থাকে টাওয়ার পরিদর্শনের কাজ।

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

টেকনিক্যাল জ্ঞানের মধ্যে রয়েছেঃ
পাওয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত জ্ঞান (বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার ক্ষেত্রে)
কমিউনিকেশনসের যন্ত্রপাতি সম্পর্কিত জ্ঞান (টেলিকম কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে)
গাণিতিক দক্ষতা

নন-টেকনিক্যাল জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য হলো –
সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা
বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে
অন্যদের সাথে কাজ করার মানসিকতা থাকা
বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা
ভারি যন্ত্রপাতি নিয়ে কাজ করার মানসিকতা থাকা

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকুরীর ক্ষেত্রঃ

সরকারী প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারগন চাকুরীর সুযোগ পান, এর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লীবিদ্যুৎ, ডিপিডিসি, কেপিসিএল, এলজিইডি, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা, সিটি কপর্পোরেশন, শহর উন্নয়ন কর্তৃপক্ষ, পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলকারখানা, এছাড়া বেসরকারি পর্যায়ে দেশে লক্ষ লক্ষ ছোটবড় শিল্প কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, বেসরকারি পাওয়ার ডিস্ট্রিবিউশন ও পাওয়ার জেনারেশন কোম্পানীতে ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের সাব-এসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে চাকুরী শুরু হয়।

অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় কেন খাজা পলিটেকনিক ইনষ্টিটিউটে ভর্তি হবেন?

খাজা পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা কোর্স শেষে দেশের নামকরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তা ইতমধ্যে আমাদের তথ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের মানসম্মত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর নিবিড় পর্যাবেক্ষন, উন্নত মানের একাধিক ল্যাব ও ওয়ার্কশপ যেখানে থিওরী শেখার পাশাপশি শিক্ষার্থীরা ব্যাবহারিক শিক্ষায় পারদর্শী এবং এই ব্যাবহারিক শিক্ষার জন্য যে কোন প্রতিষ্ঠানের প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব। খাজা পলিটেকনিক ইনষ্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের জন্য রয়েছে ২টি আলাদা ল্যাব যেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ল্যাব সুসজ্জিত হয়েছে, এখানকার শিক্ষার্থীরা নিয়মিত ল্যাবের পাশাপাশি অতিরিক্ত ব্যাবহারিক ক্লাস করার মাধ্যমে হাতে কলমে কাজ করার দক্ষতা অর্জন করে যার কারনে দেশের জব মার্কেটের চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে ইনষ্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীরা।

ভর্তির যোগ্যতাঃ

যে কোন বিভাগ হতে নূন্যতম ২.০০ জিপিএ সহ এসএসসি/সমমান পাশ

টিউশন ফিঃ

ভর্তি ফিঃ ৫০০০/- (একবার)
লাইব্রেরি ফি/আইডি কার্ড, বেতন বই ও অন্যান্যঃ ৫০০/-(একবার)
ল্যাব ফিঃ ২০০০/-(একবার)
প্রতি মাসে বেতনঃ ১৭৫০/- ( ৪ বছরে ৪৮ মাসের জন্য)
সেমিষ্টার ফিঃ ০০০০/- (প্রতি ৬ মাস পর পর ৮ টি সেমিষ্টার)
৪ বছরে মোট খরচঃ ৯১,৫০০/-

অন্যান্য সুবিধাঃ

# এসএসসির জিপি ভিত্তিক টিউশন ফি ১০% থেকে ১০০% মওকুফের সুযোগ। এ+ প্রাপ্তদের টিউশন ফি ব্যাতিত পড়ার সুযোগ।
# ১০০% ছাত্র ও ছাত্রীদের জন্য হালিমা-আকবর ফাউন্ডেশন কর্তৃক উপবৃত্তি ও দরিদ্র মেধাবীদের বিশেষ সুবিধা।
# মেয়েদের জন্য বেতনের ২৫% ছাড়ে পড়ার বিশেষ সুযোগ।
# কোন প্রকার আলাদা প্রাইভেট টিউশন নেয়ার প্রয়োজন নেই ।
# প্রতি বছর কোর্স সমাপনীর পরে যোগ্যতা সাপেক্ষে ক্যাম্পাসের সহায়তা সরাসরি চাকুরীর সুযোগ।

ভর্তির জন্য যোগাযোগঃ

খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, মহাখালী,ঢাকা
৫৮, শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণী, রসুলবাগ, মহাখালী, ঢাকা।
ফোনঃ ০২-৯৮৩০৫৯১, ০১৩২৬ ৪৮০৫২২, ০১৩২৫৮৮৫১৭০-৭৩.

E-mail: kpi.dhaka.bd@gmail.com,
Facebook/kpi.ac.bd
Website(Official): www.kpiedu.com

Scroll to Top
Open chat
Scan the code
Hello 👋
Can we help you?