Electrical
একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কী?
প্রতিষ্ঠানভেদেও আপনার দায়িত্ব আলাদা হতে পারে। যেমন, বিদ্যুৎ উৎপাদন বিভাগে চাকরি করলে উচ্চক্ষমতার জেনারেটর নিয়ন্ত্রণ ও উৎপাদন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। আবার টেলিকম কোম্পানিতে থাকে টাওয়ার পরিদর্শনের কাজ।
একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
পাওয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত জ্ঞান (বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার ক্ষেত্রে)
কমিউনিকেশনসের যন্ত্রপাতি সম্পর্কিত জ্ঞান (টেলিকম কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে)
গাণিতিক দক্ষতা
নন-টেকনিক্যাল জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য হলো –
সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা
বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে
অন্যদের সাথে কাজ করার মানসিকতা থাকা
বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা
ভারি যন্ত্রপাতি নিয়ে কাজ করার মানসিকতা থাকা
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকুরীর ক্ষেত্রঃ
অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় কেন খাজা পলিটেকনিক ইনষ্টিটিউটে ভর্তি হবেন?
ভর্তির যোগ্যতাঃ
টিউশন ফিঃ
ভর্তি ফিঃ ৫০০০/- (একবার)
লাইব্রেরি ফি/আইডি কার্ড, বেতন বই ও অন্যান্যঃ ৫০০/-(একবার)
ল্যাব ফিঃ ২০০০/-(একবার)
প্রতি মাসে বেতনঃ ১৭৫০/- ( ৪ বছরে ৪৮ মাসের জন্য)
সেমিষ্টার ফিঃ ০০০০/- (প্রতি ৬ মাস পর পর ৮ টি সেমিষ্টার)
৪ বছরে মোট খরচঃ ৯১,৫০০/-
অন্যান্য সুবিধাঃ
# এসএসসির জিপি ভিত্তিক টিউশন ফি ১০% থেকে ১০০% মওকুফের সুযোগ। এ+ প্রাপ্তদের টিউশন ফি ব্যাতিত পড়ার সুযোগ।
# ১০০% ছাত্র ও ছাত্রীদের জন্য হালিমা-আকবর ফাউন্ডেশন কর্তৃক উপবৃত্তি ও দরিদ্র মেধাবীদের বিশেষ সুবিধা।
# মেয়েদের জন্য বেতনের ২৫% ছাড়ে পড়ার বিশেষ সুযোগ।
# কোন প্রকার আলাদা প্রাইভেট টিউশন নেয়ার প্রয়োজন নেই ।
# প্রতি বছর কোর্স সমাপনীর পরে যোগ্যতা সাপেক্ষে ক্যাম্পাসের সহায়তা সরাসরি চাকুরীর সুযোগ।
ভর্তির জন্য যোগাযোগঃ
খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, মহাখালী,ঢাকা
৫৮, শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণী, রসুলবাগ, মহাখালী, ঢাকা।
ফোনঃ ০২-৯৮৩০৫৯১, ০১৩২৬ ৪৮০৫২২, ০১৩২৫৮৮৫১৭০-৭৩.
E-mail: kpi.dhaka.bd@gmail.com,
Facebook/kpi.ac.bd
Website(Official): www.kpiedu.com