খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

INSTITUTE CODE: 50474 | EIIN NO: 139902

BEST POLYTECHNIC INSTITUTE IN DHAKA

খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

কারিগরি শিক্ষা গ্রহণ করি বৈদেশিক মুদ্রা অর্জন করি।

স্বাগতম

খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

খাজা মজিবুল হক কর্তৃক প্রতিষ্ঠিত খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত সুশিক্ষা বিস্তারে কাজ করে আসছে। এই ইনষ্টিটিউটে একজন শিক্ষার্থীকে থিওরী ও ব্যাবহারিক শিক্ষার পাশাপাশি তার ক্যারিয়ার ও ভবিষ্যত গড়ে তোলার জন্য যত্নসহকারে পরিচর্যা ও পর্যাবেক্ষন করা হয়। কেবল মাত্র সনদ দেয়া নয় বরং শিক্ষার্থীকে একজন সুন্দর মানুষ গড়ার কারিগরি হিসেবে কাজ করছে খাজা পলিটেকনিক। খাজা পলিটেকনিক মূলত Khawja Corporation পরিচালিত প্রতিষ্ঠান। এই Corporation এর অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাজা মজিবুল হক। দক্ষ Diploma Engineer তৈরীর লক্ষ্যে KPI-তে Diploma Engineering Technology চালু করা হয়। এই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি Technology তে Theory Class এর সাথে সাথে Practical Class গুলো সুচারুরুপে পরিচালনা করা হয়।
Practical Class গুলো সঠিকভাবে পরিচালানার জন্য প্রয়োজনীয় সকল Laboratory তৈরী করার সাথে সাথে দক্ষ B.Sc. Engineer ডিগ্রি সম্পন্ন Teacher নিয়োগ করা হয়েছে। Diploma Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্র্স্তত করা KPI এর আপ্রাণ প্রয়াস। এ কাজের জন্য KPI Placement Cell রয়েছে। KPI এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell এ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে। যুগোপযোগী দক্ষতায় দক্ষ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ট্যুর, গেস্ট লেকচার ও Industrial Training এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোম্পানীতে On Job এর ব্যবস্থা করা হয়। সর্বোপরি Diploma Engineering Degree লাভ করার পর যেন ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হতে পারে যথাযথ ব্যবস্থা নিতে KPI বদ্ধপরিকর।
আমাদের বিভাগ

COMPUTER SCIENCE

Electrical

Mechanical

Electronics

Automobile

Mechatronics

কেন খাজা পলিটেকনিক ইনস্টিটিউট বেছে নিলেন?
Practical Class গুলো সঠিকভাবে পরিচালানার জন্য প্রয়োজনীয় সকল Laboratory তৈরী করার সাথে সাথে দক্ষ B.Sc. Engineer ডিগ্রি সম্পন্ন Teacher নিয়োগ করা হয়েছে। Diploma Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্র্স্তত করা KPI এর আপ্রাণ প্রয়াস। এ কাজের জন্য KPI Placement Cell রয়েছে। KPI এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell এ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে। যুগোপযোগী দক্ষতায় দক্ষ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ট্যুর, গেস্ট লেকচার ও Industrial Training এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোম্পানীতে On Job এর ব্যবস্থা করা হয়। সর্বোপরি Diploma Engineering Degree লাভ করার পর যেন ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হতে পারে যথাযথ ব্যবস্থা নিতে KPI বদ্ধপরিকর।
প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে দক্ষ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। শুধু দেশে নয় দেশের বাহিরেও উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যেমে দেশের সুনাম বয়ে আনছে। নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করে অনতিবিলম্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তাই সকলের প্রতি উদাত্ত আহবান, এখন থেকে আমাদের স্লোগান হোক “সবার জন্য গড়ি দেশ কারিগরি শিক্ষার বাংলাদেশ”।

প্রিন্সিপাল,
খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

2011

Since

500

Students

400

Alumni

20+

Tearchers

খাজা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস লাইফ
খাজা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি (K.P.I) শুধুমাত্র একাডেমিকভাবে নয় বরং একটি প্রাণবন্ত ছাত্রজীবনের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রেও পারদর্শী। আমাদের ইনস্টিটিউট শ্রেণীকক্ষের বাইরেও অনেক আকর্ষক সুযোগ অফার করে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা, দক্ষতা অন্বেষণ এবং প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করে।
খবর ও ঘটনা
Edit Content

21 February

Edit Content

CAREER Dvt. PROGRAM

Edit Content

College tour

Edit Content

MOU with MIT

Edit Content

Work Shop

মেম্বারশিপ অ্যাফিলিয়েশন
Scroll to Top

বিনা বেতনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে নিচের প্রশ্নটির উত্তর দিন।

বাংলাদেশের আয়তন কত?

Open chat
Scan the code
Hello 👋
Can we help you?