ভর্তির যোগ্যতা
- SSC / সমমান পরীক্ষায় যেকোন গ্রুপ থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ। যেকোন সালের পাশকৃত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
- HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
- HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালা মোতাবেক যে কোন বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম ২.০০ গ্রেড পয়েন্ট নিয়ে উত্তীর্ন শিক্ষার্থীরা খাজা পলিটেকনিক ইন্সটিটিউটের যে কোন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। সর্বশেষ নীতিমালা মোতাবেক এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ইংরেজী মাধ্যমের যেসকল শিক্ষার্থী নূন্যতম এতটি বিষয়ে D গ্রেড ও গণিতসহ দুটি বিষয়ে E গ্রেড নিয়ে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে। যেসকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি নূন্যতম ২.৫ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৩য় সেমিষ্টারে ভর্তি হতে পারবেন। (২০১৬ প্রবিধান মোতাবেক), যেসকল শিক্ষার্থী এইচএসসি (বিএম/ভোক) নূন্যতম ২.০০ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৪র্থ সেমিষ্টারে ভর্তি হতে পারবেন। (২০১৬ প্রবিধান মোতাবেক)