খাজা পলিটেকনিক ইনস্টিটিউট

INSTITUTE CODE: 50474 | EIIN NO: 139902

সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য

খাজা মজিবুল হক কর্তৃক প্রতিষ্ঠিত খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত সুশিক্ষা বিস্তারে কাজ করে আসছে। এই ইনষ্টিটিউটে একজন শিক্ষার্থীকে থিওরী ও ব্যাবহারিক শিক্ষার পাশাপাশি তার ক্যারিয়ার ও ভবিষ্যত গড়ে তোলার জন্য যত্নসহকারে পরিচর্যা ও পর্যাবেক্ষন করা হয়। কেবল মাত্র সনদ দেয়া নয় বরং শিক্ষার্থীকে একজন সুন্দর মানুষ গড়ার কারিগরি হিসেবে কাজ করছে খাজা পলিটেকনিক। খাজা পলিটেকনিক মূলত Khawja Corporation পরিচালিত প্রতিষ্ঠান। এই Corporation এর অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাজা মজিবুল হক।দক্ষ Diploma Engineer তৈরীর লক্ষ্যে KPI-তে Diploma Engineering Technology চালু করা হয়। এই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি Technology তে Theory Class এর সাথে সাথে Practical Class গুলো সুচারুরুপে পরিচালনা করা হয়।
Practical Class গুলো সঠিকভাবে পরিচালানার জন্য প্রয়োজনীয় সকল Laboratory তৈরী করার সাথে সাথে দক্ষ B.Sc. Engineering ডিগ্রি সম্পন্ন Teacher নিয়োগ করা হয়েছে। Diploma Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্র্স্তত করা KPI এর আপ্রাণ প্রয়াস। এ কাজের জন্য KPI Placement Cell রয়েছে। KPI এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell এ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে। যুগোপযোগী দক্ষতায় দক্ষ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ট্যুর, গেস্ট লেকচার ও Industrial Training এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোম্পানীতে On Job এর ব্যবস্থা করা হয়। সর্বোপরি Diploma Engineering Degree লাভ করার পর যেন ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হতে পারে যথাযথ ব্যবস্থা নিতে KPI বদ্ধপরিকর।
Scroll to Top
Open chat
Scan the code
Hello 👋
Can we help you?